ফোকাসড শকওয়েভ ট্রিটমেন্ট লিঙ্গ উত্থানজনিত সমস্যা

ফিজিওথেরাপি

❤️লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংকশন এবং প্রিম্যাচুয়ার ইজেকুলেশন এর সর্বাধুনিক চিকিৎসা শকওয়েভ ট্রিটমেন্ট এখন কুষ্টিয়াতেই।

✅ এছাড়াও বিভিন্ন জয়েন্টের ব্যাথা, বাত-ব্যাথা ও আরথ্রাইট্রিস এর ব্যাথার জন্য ডিজিটাল আল্ট্রাসাউন্ড ও ফোকাসড শকওয়েভ ট্রিটমেন্ট।

🔴 সন্তোষজনকভাবে শারীরিক সম্পর্ক করার জন্য পুরুষাঙ্গ বা লিঙ্গ উত্থান একটি স্বাভাবিক আচরণ। একজন পুরুষ যখন যৌন সম্পর্কের জন্য মনোশারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করে তখন যদি পুরুষাঙ্গ বা লিঙ্গ সঙ্গমের জন্য উপযুক্তভাবে উত্থান না হয় তাকে ইরেকটাইল ডিসফাংশন (ঊউ) বা লিঙ্গ উত্থান সমস্যা বা যৌন অক্ষমতা বলে।

👉 শকওয়েভ চিকিৎসা যা একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে পুরুষাঙ্গের বাহির হতে অভিঘাত তরঙ্গ বা জলতরঙ্গ দেয়া হয়। যা যান্ত্রিক কিন্তু বৈদ্যুতিক নয়।

✅ চিকিৎসার এই পদ্ধতিতে রক্তপ্রবাহ বৃদ্বির ফলে শরীরের নিজস্ব পুনর্গঠন পদ্ধতিকে (ন্যাচারাল গ্রোথ ফ্যাক্টর) কাজে লাগিয়ে নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে, যার ফলে পুনরায় লিঙ্গ উত্থান হয়।

✅ এই পদ্ধতিতে আমরা যেকোনো একজন রোগীকে তার পেনিসের বেইজ, সেফট এবং পেরোনিয়াল এরিয়াতে শকওয়েভ বা জলতরঙ্গ দেয়া হয়।যার ফলে ওখানে সাইটোকাইনোসিস বলে একটা কেমিক্যাল রিলিজ হয় তখন বডি পার্ট থেকে ব্রেইন পর্যন্ত একটি ইমপালস্‌ যায়, ব্রেইন তখন আপনার আমার শরীরে যে কিছু এনজিওজেনিক বা ন্যাচারাল গ্রোথ ফেক্টর থাকে যেমন-এপিথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেস, ভেসেল এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর (ঠঅএঅঋ), সেল প্রোলিফারেটিং ফ্যাক্টর এবং স্টেম সেলকে স্টিমুলেট করে নতুন করে টিস্যু রিজেনারেট করে।

👉 অনেক গবেষণায় দেখা গেছে, শকওয়েভ চিকিৎসা পদ্ধতিতে দীর্ঘ সময়ের জন্য একজন পুরুষ তার যৌন সক্ষমতা ফিরে পায় এবং উপকৃত হন।
যেসব পুরুষের এ সমস্যা রয়েছে, তাদের জন্য এক নতুন আশার সঞ্চার করেছেন গবেষকরা।

👉 আমাদের ঠিকানাঃ
🟢 ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার ।
⭕ আর.সি আর.সি স্ট্রিট কোর্টপাড়া (বারো শরিফ দরবারের উত্তর পাশে) কুষ্টিয়া
🔴 ফোনঃ 01970574485 : 01770574485

ফিজিওথেরাপি সেন্টার কুস্টিয়া
ফিজিওথেরাপি সেন্টার কুষ্টিয়া
Physiotherapy Centre Kushtia Physiotherapy Kushtia,
ফিজিওথেরাপি কুস্টিয়া ,
ফিজিওথেরাপি কুষ্টিয়া,
হিজামা কুস্টিয়া,
হিজামা কুষ্টিয়া ,
হিজামা সেন্টার কুষ্টিয়া,
হিজামা সেন্টার কুস্টিয়া ।

Tags :

Share This :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *