ACL ইঞ্জুরি বা Anterior Cruciate Ligament ইঞ্জুরি

ফিজিওথেরাপি

 যাদের বিভিন্ন সময়ে খেলাধুলা বা আঘাতজনিত কারণে হাটুর ইঞ্জুরি বা ACL ইঞ্জুরি বা Anterior Cruciate Ligament ইঞ্জুরিতে ভুগছেন তাদের জন্য সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া খুবই জরুরি।

⭕ ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টারে যেসকল রোগের ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয় :
– বাত-ব্যথা
– কোমড় ব্যথা
– ঘাড় ব্যথা
– হাঁটু ও গোড়ালীর ব্যথা
– আঘাত জনিত ব্যথা
– ডিস্ক প্রলেপস জনিত ব্যাথা
– সায়াটিকা
– হাড় ক্ষয় জনিত ব্যথা
যেমন- সারভাইক্যাল ও লাম্বার স্পন্ডাইলোসিস, অষ্টিও-আরথ্রাইটিস ।
– জয়েন্ট শক্ত হয়ে যাওয়া বা ফ্রোজেন সোল্ডার
– প্লাস্টার বা অপারেশন পরবর্তী জয়েন্ট স্টিফনেসস
– স্ট্রোক জনিত প্যারালাইসিস
– স্পাইনাল কর্ড ইনজুরি বা অন্য কারনে প্যারালাইসিস জনিত সমস্য্যা
– মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি
– বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায়
আইসিইউ-তে অবস্থানকারী রোগীর জন্য
– জন্মগত বাঁকা পা বা ক্লাবফিট
– গাইনোকলজিক্যাল সমস্যায় সেরিব্রাল পলসি (প্রতিবন্ধী শিশু)
– অ্যানকাইলজিং স্পন্ডাইলাইটিস
– পারকিন্সন ডিজিজ
– বার্ধক্যজনিত সমস্যা ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে ও পুনর্বাসন সেবায়
– স্পোর্টস ইঞ্জুরি

✅ আজই একজন দক্ষ ও অভিঙ্গ ফিজিওথেরাপিস্টর পরামর্শ নিন

⭕ ফিজিও প্রিনন মাহমুদ রিফাত
🟡 প্রতিষ্ঠাতা এবং চীফ ফিজিও
🟢 ডিপ.পিটি এস.এম.এফ ঢাকা,বিপিটি(অন কোর্স) ।
🟠 এফ.টি: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

✅ স্ট্রোক,প্যারালাইসিস,বাত-ব্যাথা রোগে বিশেষ অভিজ্ঞ।
☑️ স্পেশাল ট্রেনিং: ম্যানুয়াল থেরাপি,ম্যানুপুলেশন,আকুপাংচার ও হিজামা বা কাপিং থেরাপি।

☑️ সঠিক রোগের সঠিক ফিজিওথেরাপি ও হিজামা চিকিৎসা নিন সুস্থ থাকুন।

👉 আমাদের ঠিকানাঃ
🟢 ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার ।
⭕ আর.সি আর.সি স্ট্রিট কোর্টপাড়া (ক্যাফে ডি পাস্তা রেস্টুরেন্ট এর পাশে) কুষ্টিয়া
🔴 ফোনঃ 01970574485 : 01770574485

ফিজিওথেরাপি সেন্টার কুস্টিয়া
ফিজিওথেরাপি সেন্টার কুষ্টিয়া
Physiotherapy Centre Kushtia Physiotherapy Kushtia,
ফিজিওথেরাপি কুস্টিয়া ,
ফিজিওথেরাপি কুষ্টিয়া,
হিজামা কুস্টিয়া,
হিজামা কুষ্টিয়া ,
হিজামা সেন্টার কুষ্টিয়া,
হিজামা সেন্টার কুস্টিয়া ।

Tags :

Share This :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *