যারা এক কাধে ভাড়ি ব্যাগ নিয়ে ঘুরেন বিশেষ করে স্টুডেন্ট অথবা যারা মোটা মানিব্যাগ পেছন পকেটে নিয়ে ঘুরেন তাদের জন্য এটি একটি সতর্কতা মূলক পোস্ট।
গতোকাল আমাদের চেম্বারে একজন রোগী পিঠের ব্যাথা নিয়ে আসেন এবং বছর খানেক ধরে ওনার একপাশ একটু উচু একপাশ নিচু হয়ে আছে।
তাই আমরা ওনাকে whole spine এর এক্সরে করতে বলি।
এক্সরেতে ওনার বর্তমান অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন।
আমরা এটাকে Spondylosis বলি বা মেরুদণ্ড বাকা হয়ে যাওয়া রোগ বলে থাকি।
এটির একমাত্র চিকিৎসা হলো সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা।
তাই যারা এমন সমস্যাই ভুগছেন দ্রুতো চিকিৎসা নিন
একটানা ৬ মাস চিকিৎসা নিলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব বেশী খারাপ অবস্থায় যাওয়ার আগেই তাই চিকিৎসা নিন।